সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশবরুড়ায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ

বরুড়ায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি, বরুড়া (কুমিল্লা)

সম্পর্কিত সংবাদ

কুমিল্লার বরুড়ায় ঢাকাস্থ বরুড়া ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভারসিটির ও মাহমুদা রহমান কল্যান ট্রাষ্টের যৌথ উদ্যোগে গরীব দু:স্থদের ও শীতার্তদের মাঝে কম্বল, মোজা, সোয়েটারসহ ১৫ হাজার পিস শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদের মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল ও শীতবস্ত্র গরীব দু:স্থ ও শীতার্তদের মাঝে বিতরণের মধ্য দিয়ে এ মানবিক কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভারসিটির জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. মুজিবুর রহমান মজুমদার, ডাকসুর এফ রহমান হলের সাধারণ সম্পাদক হাবিব উল্লা, ঢাকাস্থ বরুড়া ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোবাশিরুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক মো. মাহাদী হাসান অনিক এবং অনুষ্ঠানের সঞ্চালক স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডাইজিং ম্যানেজার ও ঢাকাস্থ বরুড়া ছাত্র কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন প্রমুখ।

সম্প্রতি

আরও খবর