শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরসারাদেশরাউজানে আগুনে পুড়েছে ৩ পরিবারের বসতঘর

রাউজানে আগুনে পুড়েছে ৩ পরিবারের বসতঘর

প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাথপাড়ায় এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্তরা হলেন পরিমল নাথ, বিমল নাথ ও সন্তোষ নাথ। তারা সম্পর্কে ভাই। বিমল নাথের স্ত্রী বলেন, বিকেল ৪টার দিকে আমার ছেলে দেখতে পায় আমার ভাসুর পরিমলের ঘরে আগুন জ্বলছে। কিছু বুঝে উঠার আগেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করে রাউজান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন সহকারী মামুন খান বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সম্প্রতি

আরও খবর