পলিথিন ও পলিভিনাইলের ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি তৈরি করছে। মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, জলাবদ্ধতা বাড়ছে এবং জনস্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে। সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পলিভিনাইল দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগজনক। পলিভিনাইল উৎপাদনের সময় বিষাক্ত গ্যাস নিঃসৃত হয় এবং পরে ব্যবহারের সময়ও এটি পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।
পরিত্যক্ত পলিভিনাইল ব্যানার মাটিতে জমে ফসলের উৎপাদন হ্রাস করে, পুড়িয়ে ফেললে হাইড্রোজেন ক্লোরাইড ও ডাইঅক্সিন তৈরি হয় যা ফুসফুস, ত্বক ও চোখে ক্ষতি করে। শহরে জলাবদ্ধতা বৃদ্ধির পেছনেও এই ব্যানারের ভূমিকা রয়েছে। ব্যানারে থাকা কালি ও রঙের ভারী ধাতু মানুষের স্নায়ু, কিডনি ও লিভারের ক্ষতি করতে পারে। একবার ব্যবহৃত পলিভিনাইল পুনর্ব্যবহারযোগ্য নয়, তাই এটি পরিত্যক্ত হয়ে পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।
এই ক্ষতির পরও পলিভিনাইল ব্যবহার কমানো সম্ভব হচ্ছে না। তাই সচেতনতা বৃদ্ধি এবং মানসিকতার পরিবর্তন জরুরি। নির্বাচনী প্রচারণায় কাগজ, ক্যানভাস, ডিজিটাল ব্যানার ও ভিডিওর মতো পরিবেশবান্ধব মাধ্যম ব্যবহার করা উচিত। প্রতিটি প্রচেষ্টা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের ক্ষতি কমাতে সহায়ক হবে।
নুসরাত জাহান জেরিন
শিক্ষার্থী, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ



