রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যউপস্থাপনায় নুসরাত জাহান

উপস্থাপনায় নুসরাত জাহান

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশের মিডিয়াতে উপস্থাপনায় নতুন অনেক মুখই এসেছে। তারমধ্যে নুসরাত জাহান একজন। নুসরাতের মিডিয়াতে অভিষেক হয় ২০১৬ সালে ‘বাংলা লিংক’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে। আর এরপরই তিনি ‘মোহনার সকাল’ অনুষ্ঠানের উপস্থাপনা শুরু করেন। এরপর বিগত পাঁচ বছরে নুসরাতের কাজের পরিধিও বাড়তে থাকে। বর্তমানে তিনি তার উপস্থাপনার ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ততম সময় পার করছেন বলে জানান তিনি। নুসরাত জাহান বলেন,‘ আমার সবচেয়ে বেশি ভালোলাগে শান্তা জাহান আপু ও মৌসুমী মৌ আপুর উপস্থাপনা। তবে তাদেরকে আমি ফলো করি না, আমি আমার নিজের মতো করেই উপস্থাপনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এই সময়ে এসে উপস্থাপনা ভীষণ উপভোগ করছি। এটা ভীষণ সত্যি, উপস্থাপনা করতে এসে নানান ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, অনেক কিছু জানারও সুযোগ হয়েছে। যা আমার নিজেকে সমৃদ্ধ করতে কাজে লেগেছে। আমি উপস্থাপনাতেই নিজেকে আরো বহদূর নিয়ে যেতে চাই।’

সম্প্রতি

আরও খবর