শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরসারাদেশঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কি.মি তীব্র যানজট: যাত্রীদের চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কি.মি তীব্র যানজট: যাত্রীদের চরম দুর্ভোগ

প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৫ কিলোমিটার রাস্তাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা পর্যন্ত এ যানজট ছড়িয়েছে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়। একইসঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশেও গাড়ির ধীরগতি ও থেমে থেমে যানবাহন চলাচল করছে।

শারদীয় দুর্গাপূজার টানা চারদিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামায় এবং দড়িকান্দিসহ দুটি স্থানে যানবাহন বিকল হয়ে পড়ায় এ যানজট সৃষ্টি হয়েছে বলে ট্রাফিক পুলিশ জানায়। বুধবার,(০১ অক্টোবর ২০২৫) ভোর থেকে এ যানজট শুরু হয়ে দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। দুপুর সাড়ে ১২টায় যানজট সৃষ্টি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী ও শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন।

জানা যায়, পূজার ছুটির কারণে যাত্রী বেড়ে যাওয়ায় যানবাহন চলাচলও বেড়ে গেছে। সাধারণত দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে যেখানে আধঘণ্টা সময় লাগে সেখানে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিন থেকে চার ঘণ্টা লেগেছে।

যাত্রী আয়েশা আক্তার বলেন, প্রতি বছর পূজার ছুটিতে আমরা গ্রামের বাড়িতে যাই। কিন্তু এ বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এসে যানজটে আটকা পড়ি। এ সময় মহাসড়কে ভয়াবহ যানজট দেখতে পাই। কখন গন্তব্যে পৌঁছাতে পারবো তা জানিনা।

ট্রাকচালক আমিনুল ইসলাম বলেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে। শিমরাইল মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ জানায়, পূজার ছুটির চাপের পাশাপাশি বৈরী আবহাওয়া যুক্ত হওয়ায় মহাসড়কে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী বলেন, বৈরী আবহাওয়া ও পূজার ছুটির কারণে মহাসড়কে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি গাড়ির চাপ বেড়েছে। এতে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। দুপুর সাড়ে ১২টা থেকে যানবাহন চলাচল শুরু করেছে। ধীরে ধীরে যানজট কমে আসবে। শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন বলেন, সোনারগাঁয়ের দড়িকান্দিসহ দুটি স্থানে গাড়ি বিকল হওয়ায় এ যানজট ছড়িয়ে পড়ে। এ যানজট সাইনবোর্ড থেকে টোলপ্লাজা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ভোরেও কিছুটা যানজট ছিল। তবে সকাল ১০টায় তীব্র যানজট ছিল।

সম্প্রতি

আরও খবর