মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যনতুন দুই গানের শুটিং-এ ফাহমিদা নবী

নতুন দুই গানের শুটিং-এ ফাহমিদা নবী

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

আসছে সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর দুটি নতুন গান । এরইমধ্যে দুটি নতুন গানের অডিওর কাজ শেষ করার পাশাপাশি পরপর দুটি নতুন গানের মিউজিক ভিডিওর কাজও শেষ করেছেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। একটি গানের কথা হচ্ছে এমন, ‘নীলকন্ঠ বিষ পান করে, চোখের জলে লুকিয়ে রেখে, আমি সুখের ভান করেছি, আর হেসে গেছি’। ‘আমি ভালো আছি’ শিরোনামের এই গানটি লিখেছেন ইলা মজিদ, কন্ঠ দিয়েছেন এবং সুর করেছেন ফাহমিদা নবী নিজেই। আরেকটি গানের কথা হচ্ছে ‘মনের উপর আকাশ উপুড়, ছন্নছাড়া অলস দুপুর, দুঃখ আমাকে খাচ্ছে কুঁড়ে খাক, দুঃখ আমার পোষা পাখি, বুকের খাঁচায় পুষে রাখি, যেতে চাইলে যাকনা উড়ে যাক’। এমন কথার ‘আকাশ উপুড়’ শিরোনামের গানটি লিখেছেন হাসান মাসুক, সুর করেছেন সচ্ছল কাজী। দুটি গানের মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে এরইমধ্যে ঢাকার অদূরে একটি সুন্দর মনোরম লোকেশনে। ফাহমিদা নবী বলেন,‘ ঢাকার অদূরে স্বপ্ন কুটির রিভারভিউ ভিলাতে দুটি গানের মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। দুটি গানের কথা খুব খুব সুন্দর, ভীষণ কাব্যিক। যে কারণে একটি গানের সুর করেছি আমি। আকাশ উপুড় গানটি আমেরিকার লস অ্যাঞ্জেলসে উচ্ছাসের তত্ত্বাবধানে করেছিলাম। সেই সময়টার কথা খুউব মনে পড়ছে। সত্যি বলতে কী দুটো গানেরই কথা এতো চমৎকার যে , গানের সুরও যেন বাণী অনুযায়ীই অনেক সুন্দর হয়েছে। যে কারণে এই দুটো গান নিয়ে আমার প্রত্যাশাও একটু বেশি। আশা করছি গান দুটি প্রচারে এলে ভালোলাগবে দর্শক শ্রোতার। ধন্যবাদ দুই গানের গীতিকারকে। সামনে আরো বেশকিছু ভালো ভালো গান আসছে।’ নতুন দুই গানের শুটিং-এ

ফাহমিদা নবী

া বিনোদন প্রতিবেদক

আসছে সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর দুটি নতুন গান । এরইমধ্যে দুটি নতুন গানের অডিওর কাজ শেষ করার পাশাপাশি পরপর দুটি নতুন গানের মিউজিক ভিডিওর কাজও শেষ করেছেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। একটি গানের কথা হচ্ছে এমন, ‘নীলকন্ঠ বিষ পান করে, চোখের জলে লুকিয়ে রেখে, আমি সুখের ভান করেছি, আর হেসে গেছি’। ‘আমি ভালো আছি’ শিরোনামের এই গানটি লিখেছেন ইলা মজিদ, কন্ঠ দিয়েছেন এবং সুর করেছেন ফাহমিদা নবী নিজেই। আরেকটি গানের কথা হচ্ছে ‘মনের উপর আকাশ উপুড়, ছন্নছাড়া অলস দুপুর, দুঃখ আমাকে খাচ্ছে কুঁড়ে খাক, দুঃখ আমার পোষা পাখি, বুকের খাঁচায় পুষে রাখি, যেতে চাইলে যাকনা উড়ে যাক’। এমন কথার ‘আকাশ উপুড়’ শিরোনামের গানটি লিখেছেন হাসান মাসুক, সুর করেছেন সচ্ছল কাজী। দুটি গানের মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে এরইমধ্যে ঢাকার অদূরে একটি সুন্দর মনোরম লোকেশনে। ফাহমিদা নবী বলেন,‘ ঢাকার অদূরে স্বপ্ন কুটির রিভারভিউ ভিলাতে দুটি গানের মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। দুটি গানের কথা খুব খুব সুন্দর, ভীষণ কাব্যিক। যে কারণে একটি গানের সুর করেছি আমি। আকাশ উপুড় গানটি আমেরিকার লস অ্যাঞ্জেলসে উচ্ছাসের তত্ত্বাবধানে করেছিলাম। সেই সময়টার কথা খুউব মনে পড়ছে। সত্যি বলতে কী দুটো গানেরই কথা এতো চমৎকার যে , গানের সুরও যেন বাণী অনুযায়ীই অনেক সুন্দর হয়েছে। যে কারণে এই দুটো গান নিয়ে আমার প্রত্যাশাও একটু বেশি। আশা করছি গান দুটি প্রচারে এলে ভালোলাগবে দর্শক শ্রোতার। ধন্যবাদ দুই গানের গীতিকারকে। সামনে আরো বেশকিছু ভালো ভালো গান আসছে।’

সম্প্রতি

আরও খবর