বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ষ্টেশনের রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে । সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে । নিহত যুবকরা হলেন আদমদীঘি উপজেলার সান্তাহার ইউণিযনের বামনী গ্রাম গ্রামের নয়ন হোসেনের ছেলে তৌফিক হোসেন(১৮) ও একই গ্রামের হেলাল হোসেনের ছেলে মারুফ হোসেন(১৮) । আহত যুবক ওই গ্রামের রহিম উদ্দীনের ছেলে আকাশ হোসেন(১৯) ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী ওই তিন যুবক বিভিন্ন পূজা মন্ডবে ঘুরছিলেন । রাত সোয়া ১২টা নাগাদ তাঁরা উপজেলার ছাতিয়ানগ্রাম বাজার থেকে আদমদীঘির উদ্দেশ্যে রওয়না হন। তাঁদের মোটরসাইকেলটি ছাতিয়ানগ্রাম রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তৈৗফিক ও মারুফ নিহত হন। গুরুতর আহত আকাশকে স্থানীয় জনতা উদ্ধার করে হাসপাতালে পাঠান। সংবাদ পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌছে থানায় লাশ নিয়ে আসেন। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।



