বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশগোপালগঞ্জে ছাত্রদল নেতাসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড

গোপালগঞ্জে ছাত্রদল নেতাসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রদল নেতাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার টুটাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

আটকরা হলেন— টুটাপাড়া গ্রামের মোশারফ হোসেন হাওলাদারের ছেলে রিফাত জামান হাওলাদার (১৮), কোটালীপাড়া পৌরসভার ডহরপাড়া গ্রামের ইলিয়াস শেখের ছেলে

নাদিম মাহমুদ (১৯)

এর মধ্যে রিফাত জামান হাওলাদার কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বলে নিশ্চিত করেছে স্থানীয় সংগঠনটি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বলেন,

> “দীর্ঘদিন ধরে তারা মাদক সেবনের পাশাপাশি স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন মানুষের কাছে মাদক বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।”

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে দুইশ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ বলেন,

> “কোটালীপাড়া উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ নিয়মিতভাবে মাদক নির্মূলে কাজ করছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

রিফাত হাওলাদার ছাত্রদলের নেতা কিনা জানতে চাইলে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবির হাওলাদার বলেন,

> “রিফাত আমাদের আহ্বায়ক কমিটির সদস্য ঠিক আছে, তবে তিনি নিষ্ক্রিয় সদস্য। অনেকদিন ধরে তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন না।”

সম্প্রতি

আরও খবর