শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমখবরনগর-মহানগরএফডিসি মোড়ে যাত্রীবাহী বাসে ‘অজ্ঞানপার্টি’ সন্দেহে পাঁচজনকে গণপিটুনি

এফডিসি মোড়ে যাত্রীবাহী বাসে ‘অজ্ঞানপার্টি’ সন্দেহে পাঁচজনকে গণপিটুনি

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

রাজধানীর এফডিসি মোড় এলাকায় বুধবার দুপুরে একটি যাত্রীবাহী বাসে ‘অজ্ঞানপার্টি’ সন্দেহে পাঁচজনকে যাত্রীরা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

হাতিরঝিল থানার এসআই রাজিব হোসেন জানান, গুলিস্তান থেকে গাজীপুরগামী বাসে আব্দুল মান্নান (৪৫) নামের এক যাত্রী অচেতন হয়ে পড়লে, অন্য যাত্রীরা বিষয়টি টের পেয়ে সন্দেহভাজন পাঁচজনকে পিটুনি দিয়ে আটক করেন।

গ্রেপ্তাররা হলেন নুর আলম, ওসমান, রশিদ, কামাল ও বিল্লাল। পুলিশ তাদের কাছ থেকে মান্নানের ৫৯ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।

অচেতন মান্নানকে এবং পিটুনিতে আহত পাঁচজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এসআই রাজিব হোসেন জানিয়েছেন, “প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মান্নানের জ্ঞান ফেরেনি।”

মামলার প্রক্রিয়া শুরু হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

সম্প্রতি

আরও খবর