শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমবিনোদনঢালিউডশিগগিরই আসছে মন্দিরার নতুন সিনেমার ঘোষণা

শিগগিরই আসছে মন্দিরার নতুন সিনেমার ঘোষণা

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

পরপর দুই বছরে চলচ্চিত্রের নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি ‘কাজল রেখা’ অন্যটি ‘নীলচক্র’। এই দুটি সিনেমা মুক্তিপর পর আরো বহু সিনেমায় কাজ করার প্রস্তাব এসেছে বলে জানান মন্দিরা। তিনি আরও জানান, শিগগিরই নতুন সিনেমার ঘোষনা আসবে। নায়ক হিসেবেও থাকছে চমক। মন্দিরা বলেন,‘ আমি চাই আমার তৃতীয় সিনেমাটি প্রথম দুটি সিনেমার চেয়ে আরো ভালো গল্পের হোক, আরো সুন্দর হোক। যেন বলতে পারি একের পর এক ভালো গল্পের সিনেমাতে অভিনয় করে হ্যাটট্রিক করতে পেরেছি। আপাতত তৃতীয় সিনেমার গল্প, পরিকল্পনা, সিডিউল’সহ আনুষঙ্গিক অন্যান্য সব বিষয় নিয়েই ব্যস্ততার মধ্যদিয়ে সময় কাটছে আমার। আর অল্প কিছুদিনের মধ্যই আসবে তৃতীয় সিনেমার ঘোষনা। আমি খুব উচ্ছ্বসিত।’

সম্প্রতি

আরও খবর