সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশমিরপুরে ‘টেনিস বল ভেবে’ দেয়ালে ছোড়া ককটেল বিস্ফোরণে শিশু আহত

মিরপুরে ‘টেনিস বল ভেবে’ দেয়ালে ছোড়া ককটেল বিস্ফোরণে শিশু আহত

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ১০ বছরের এক শিশু আহত হয়েছে। শুক্রবার,(১০ অক্টোবর ২০২৫) সকালে এ ঘটনায় আহত শিশুকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ বলছে, স্কচটেপ পেচানো ককটেলকে ‘টেনিস বল ভেবে’ দেয়ালে ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে শিশুটি আহত হয়। তামিম নামের শিশুটি পেটের বাম পাশে ও ডান হাতে গুরুতর আঘাত পেয়েছে।

শিশুটির মা নার্গিস আক্তার বাসা-বাড়িতে কাজ করেন। ছেলেকে নিয়ে তিনি আনসার ক্যাম্প এলাকার বিহারী পাড়ায় ভাড়া ঘরে থাকেন। শিশু তামিম বিহারীপাড়ার ভেতরে একটি মাদ্রাসায় পড়ে। শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় তাকে রেখে কাজে যান মা। ফিরে এসে ছেলেকে আহত অবস্থায় পান তিনি।

মা নার্গিস বলছেন, মাদ্রাসা বন্ধ থাকায় সকালে ছেলেকে ঘরে রেখে কাজে যান তিনি। সকাল সাড়ে ১০টার দিকে ঘরে ফিরে অনেক মানুষের ভিড় দেখতে পান। গিয়ে দেখেন তার ছেলেকে ঘিরেই জটলা।

‘ছেলে জানায়, বিহারীপাড়া মসজিদের পাশে ময়লার স্তূপে বলের মতো একটি বস্তু পেয়ে খেলতে গিয়ে সেটি বিস্ফোরণ ঘটে। এতে তামিমের পেটের বাম পাশে এবং ডান হাতে জখম হয়।’

মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিহারীপাড়ার পাশে ওখানে একটা আবর্জনার স্তূপ আছে, তার সামনে একটি রিকশার গ্যারেজ আছে। সেই ময়লার স্তূপে শিশুটি একটি স্কচটেপ পেচানো বস্তু দেখে সেটিকে টেপ টেনিস বল ভেবে কুড়িয়ে নিয়ে আসে।

‘সেটিকে দেয়ালে ছুড়ে মারার পর ককটেলটি বিস্ফোরিত হলে শিশুটি আহত হয়। এসময় সেখানে আরও কয়েকটি শিশু থাকলেও আর কেউ আহত হয়নি।’ ঘটনাস্থলে পুলিশ আর কিছু পায়নি বলে জানান ওসি রোমান।

সম্প্রতি

আরও খবর