মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবররাজনীতিআদর্শ সমাজ গঠনে কাজ করছে জামায়াত

আদর্শ সমাজ গঠনে কাজ করছে জামায়াত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

সম্পর্কিত সংবাদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি ও কেন্দ্র পরিচালকদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম মাদানি বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনই জামায়াতের মূল লক্ষ্য। সংগঠনটি মানুষের মধ্যে আদর্শিক পরিবর্তন এনে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।”

শনিবার,(১১ অক্টোবর ২০২৫) সকালে মা কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা আমির ডা. হারুনুর রশীদ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, সুনামগঞ্জ-৫ আসন কমিটির পরিচালক ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, এবং সিলেট কোতোয়ালি থানার নায়েবে আমির ও স্মার্ট টিমের পরিচালক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের উদ্দেশ্য কোনো ব্যক্তিগত স্বার্থ নয়; বরং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। তাঁরা সংগঠনের আদর্শে অবিচল থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সম্প্রতি

আরও খবর