মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশঝিকরগাছায় খেলনা পিস্তল, ওয়াকিটকি রামদাসহ আটক ৪

ঝিকরগাছায় খেলনা পিস্তল, ওয়াকিটকি রামদাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, যশোর

সম্পর্কিত সংবাদ

যশোরের ঝিকরগাছা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে খেলনা পিস্তল, ওয়াকিটকি, সিসি ক্যামেরা ও রামদা, হাসুয়াসহ ৪ জনকে আটক করেছে।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া গ্রামের সোহাগের হাঁসের খামারে অভিযান চালায় থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে ৪ জন। এরা হলো, পানিসারা গ্রামের ইউনুস আলী (৩০), মাহাবুব (৩৫), শিমুল হোসেন (৩৮) ও হাসিব হোসেন (২৫)। এরপর খামারটি তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে পিস্তল ৩টি, ওয়াকিটকি ৪টি, পাঁচটি মোটরসাইকেল, কয়েকটি রিফ্লেক্টিং জ্যাকেট, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, হাত করাত, বিদেশি মদ, স্বর্ণ মাপার মিটার, হাতুড়ি, ছুরি, চাকু, সিসি ক্যামেরাসহ বিভিন্ন ডিভাইস, মুখোশ ও টর্চলাইট। উল্লেখ্য, ওই হাসের খামারের মালিক মূল অভিযুক্ত সোহাগ পুলিশ আসার আগেই পালিয়ে যায়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী বলেন, অভিযুক্ত সোহাগকে আটকে পুলিশি অভিযান চলছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্প্রতি

আরও খবর