শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমখবরশোক ও স্মরনচলে গেলেন প্রবীণ সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ

চট্টগ্রাম ব্যুরো

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রামের রাউজান প্রেসক্লাবের সভাপতি, প্রবীণ সাংবাদিক, সরওয়ার উদ্দিন আহমেদ (৭৮) আর নেই। তিনি গতকাল শনিবার রাতে চট্টগ্রাম মহানগরীর

একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

রাজিউন)। রোববার,(১২ অক্টোবর ২০২৫) বাদ জোহর রাউজানের সিকদার ঘাটা ঈদগাহে তার জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। এছাড়া সরওয়ার উদ্দিন আহমেদ চুয়েটের ডেপুটি ডিরেক্টর ফজলুর রহমানের শ্বশুর।

সরওয়ার উদ্দিন আহমেদ চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং রাউজান প্রেসক্লাবের সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার (পৌরসভার) সুলতানপুর গ্রামে আলেপ খান সওদাগর বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। দীর্ঘ ৫৫ বছরের চাকরি জীবনে একটানা ১৭ বছর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ছিলেন। পরবর্তী কর্মজীবনে তিনি দি ডেইলি করোনিকেল, দি ইউনিটি, ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেস, ডেইলি নিউজ টুডে, দি ডেইলি লাইফ, দি নিউ নেশন পত্রিকার ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডেইলি পিপলস্ ভিউ, দি ইকোনোমিকস টাইমস, দি ডেইলি কমার্শিয়াল টাইমস’র নিউজ এডিটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, রাউজান পৌরসভার প্রশাসক অংচিং মারমা, রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিয়াজি, সহ-সভাপতি মিলন বড়–য়া, সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, সিনিয়র সদস্য কাজী সরোয়ার খান মঞ্জু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে.এম বাহাউদ্দীন, দপ্তর সম্পাদক এ.কে বাবর, প্রচার প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপন বিশ্বাস, সদস্য এ.এম মামুনুর রশিদ প্রমুখ।

সম্প্রতি

আরও খবর