মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরশিক্ষাঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ও পরীক্ষার সূচি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ও পরীক্ষার সূচি প্রকাশ

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে, যা চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি কমিটির সভায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৮ নভেম্বর প্রথম দিন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন ২৯ নভেম্বর পরীক্ষা নেওয়া হবে চারুকলা অনুষদে।

পরীক্ষা কার্যক্রম শেষ হবে ২০ ডিসেম্বর। সেদিন বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি

আরও খবর