মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশউলিপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

উলিপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে এমপিও ভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রায় ২৪৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসার ৫ সহস্রাধিক শিক্ষকদের কেন্দ্র্রিয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে। শিক্ষকদের কর্মবিরতি চলাকালে গতকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা অডিটরিয়ামে প্রায় ৩ হাজার শিক্ষক সমবেত হয়। এরপর উপজেলা পরিষদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় মঞ্চে সমাবেশ করে শিক্ষকরা। উপজেলা শিক্ষক পরিষদের ব্যানরে এ সময় বক্তব্য রাখেন, অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, অধ্যক্ষ রুহুল আমিন, অধ্যক্ষ বরকত উল্লাহ,  প্রধান শিক্ষক ফেরদৌস কবির রানু, মোজাম্মেল হক, সাহেব আলী, শ্যামল কুমার রায়সহ বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ।

বক্তারা ২০% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ১৫০০ এবং ৭৫%  উৎসব ভাতার জন্য সরকারকে দ্রুত প্রজ্ঞাপন জারির উদাত্ব আহ্বান জানান।

সম্প্রতি

আরও খবর