রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরঅপরাধ ও দুর্নীতিরাজধানীতে ঝটিকা মিছিল, নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিল, নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

রাজধানীতে ঝটিকা মিছিলে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বুধবার, (১৫ অক্টোবর ২০২৫) পর্যন্ত রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় ২ হাজার ৪শ’ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বলে জানিয়েছে ডিবি।

গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারকৃতরা হলো, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিমানবন্দর থানার ঝটিকা মিছিলের সংগঠক ও তেজগাঁও কলেজ ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবির, সিরাজগঞ্জের উল্লাপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ স্বপন, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া আওয়ামী লীগের মকবুল হোসেন, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান বাবু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা মনির হোসেন, নোয়াখালী জেলা ছাত্রলীগ নেতা রাহাদ চৌধুরী, বামনা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, তুরাগ ছাত্রলীগ নেতা রাজীব।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি তালেবুর রহমান জানান, গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত ডিবির টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

সম্প্রতি

আরও খবর