মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরজাতীয়এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক স্কাউট’র নতুন কমিটির সদস্য নির্বাচিত হলেন স্নিধ

এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক স্কাউট’র নতুন কমিটির সদস্য নির্বাচিত হলেন স্নিধ

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

২৮তম এশিয়া-প্যাসিফিক স্কাউট সম্মেলনে ছয় বছরের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তাইওয়ানে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক স্কাউট সম্মেলন হলে অনুষ্ঠিত এই সম্মেলনে নতুন আঞ্চলিক কমিটির সদস্য হিসেবে বাংলাদেশ স্কাউটসের ডেপুটি চিফ ন্যাশনাল কমিশনার স্নিগ্ধ এখন থেকে ছয় বছর কাজ করবেন।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের স্কাউটিংয়ের নিয়ন্ত্রক এই সংস্থাটির জন্য প্রতি তিন বছর অন্তর সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন অনুষ্ঠান এবং বিশ্ব স্কাউট সম্মেলন, বিশ্ব স্কাউট কমিটি এবং অন্যান্য সংস্থাগুলির প্রতিবেদন এবং সুপারিশ বিবেচনার জন্য রাখা হয়। প্রতিটি সদস্য সংস্থা সম্মেলনে সর্বোচ্চ ছয়জন প্রতিনিধি এবং বেশ কয়েকজন

সদস্য সংগঠনগুলির দ্বারা প্রস্তাবিত আট প্রার্থীর মধ্যে, নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে তালিকাভুক্ত নিম্নলিখিত ব্যক্তিদের এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক স্কাউট কমিটির ভোটিং সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক স্কাউট কমিটিতে অঞ্চলের জাতীয় স্কাউট সংস্থা থেকে নির্বাচিত দশজন সদস্য থাকে, যাদের প্রত্যেকেই নির্দিষ্ট ছয় বছরের মেয়াদে আঞ্চলিক যুব প্রতিনিধিদের সভাপতিত্ব করেন। প্রতিটি আঞ্চলিক স্কাউট সম্মেলনে, পাঁচজন বিদায়ী কমিটির সদস্যের স্থলাভিষিক্ত হন পাঁচজন নবনির্বাচিত সদস্য।

এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক স্কাউট কমিটির (২০২৫-২০৩১) সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ স্কাউটসের ডেপুটি চিফ ন্যাশনাল কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে অভিনন্দন জানায় সব স্কাউটরা।

সম্প্রতি

আরও খবর