দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে আনুষ্ঠানিকভাবে ‘কাস্টমস হাউজ’ ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর উপসচিব হুমায়ুন কবিরের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
এর ফলে ভোমরা স্থলবন্দর এখন থেকে বাংলাদেশের কাস্টমস প্রশাসনিক কাঠামোয় নতুন মর্যাদা পেল। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, এই সিদ্ধান্তে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আমদানি–রপ্তানি বাণিজ্যে নতুন গতি আসবে এবং রাজস্ব আয় আরও বাড়বে।
ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশন সরকারের এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে। সংগঠনের সভাপতি মো. আবু হাসান ও সাধারণ সম্পাদক মো. আবু মুছা এক যৌথ বিবৃতিতে বলেন, “অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পাবে।”
তারা জানান, ভোমরার ভৌগোলিক অবস্থান ভারতের পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্যকেন্দ্র কলকাতার কাছাকাছি হওয়ায় এটি এখন দেশের অন্যতম ব্যস্ত স্থলবন্দরে পরিণত হবে।
বর্তমানে ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে খাদ্যপণ্য, নির্মাণসামগ্রী, পোশাক, প্রসাধনীসহ নানা পণ্য আমদানি হয়। আর বাংলাদেশ থেকে রপ্তানি হয় কৃষিপণ্য, মাছ ও শিল্পজাত দ্রব্য।



