মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরনগর-মহানগরশাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লেগেছে। শনিবার বেলা সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়, যার ধোঁয়া দূর থেকে দেখা গেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম জানান, বিমানবন্দরের ৮ নম্বর গেইটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে নয়টি ইউনিট কাজ শুরু করে, পরে আরও ১৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার পরপরই বিমানবন্দরের ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, “বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে। যাত্রী ও কর্মীদের নিরাপদে থাকার আহ্বান জানানো হচ্ছে।”

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি।

সম্প্রতি

আরও খবর