বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশটাঙ্গাইলের সাত কলেজে শতভাগ ফেল

টাঙ্গাইলের সাত কলেজে শতভাগ ফেল

নিজস্ব বার্তা পরিবেশক, টাঙ্গাইল

সম্পর্কিত সংবাদ

চলতি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় টাঙ্গাইলের ১২টি উপজেলায় ১০৭টি কলেজের মধ্যে ৭টি কলেজ শতভাগ ফেল। এই সাতটি কলেজের শিক্ষার্থীদের কেউই এইচএসসি পরীক্ষায় পাস করতে পারেনি। জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষাবিদরা বলছেন, নিয়মিত ক্লাস না হওয়ার ফলে শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে। শতভাগ অকৃতকার্য কলেজগুলো হলো- টাঙ্গাইল সদর উপজেলার আল্লামা ইয়াকুব আলী কলেজ, টাঙ্গাইল কলেজ, টাঙ্গাইল কমার্স কলেজ, শাহীন কলেজ, মির্জাপুর উপজেলার ফতেপুর ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ, মধুপুর উপজেলার মধুপুর মহিলা কলেজ এবং গোপালপুর উপজেলার হাদিরা বাধুরিরচর কলেজ।

শতভাগ ফেল করা কলেজগুলোর মধ্যে আল্লামা ইয়াকুব আলী কলেজ থেকে ১৬ জন, গোপালপুরের হাদিরা বাধুরিরচর কলেজ থেকে ১৬ জন, টাঙ্গাইল কলেজ থেকে ৯ জন, টাঙ্গাইল কমার্স কলেজ, শাহীন কলেজ ও মধুপুর মহিলা কলেজ থেকে ২ জন করে, মির্জাপুরের ফতেপুর ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮ জন শিক্ষার্থী অংশ নেন।

শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সাংবাদিকরা মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের কাউকেই পাওয়া যায়নি। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এসএম সাইফুল্লাহ বলেন, অভ্যুত্থানের পর শিক্ষা ব্যবস্থাকে অনেক গুরত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরো সচেতন হতে হবে। তিনি বলেন, কলেজে না গিয়ে বাসায় নামমাত্র পড়াশোনা করলে পাস করা যায় না। নিয়মিত শ্রেণী কক্ষে গিয়ে ক্লাস করতে হবে। কলেজ বা শ্রেণী কক্ষে শিক্ষার পরিবেশ সৃষ্টির পাশাপাশি শিক্ষাদানের আমুল পরিবর্তন আনতে হবে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, বিষয়টি জেলা প্রশাসনসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে।

সম্প্রতি

আরও খবর