সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশধামরাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে ২ শিশুর মৃত্যু

ধামরাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে ২ শিশুর মৃত্যু

প্রতিনিধি, ধামরাইয় (ঢাকা)

সম্পর্কিত সংবাদ

ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশু মারা গেছে। গতকাল শুক্রবার রাতে ধামরাই পৌর শহরের ছোট চন্দ্রাইল মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম রাহিম (৫) ও ইয়াছিন (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকেলে ইয়াছিন এবং আব্দুর রহিম দুজন এক সাথে খেলতে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করে। পরে রাত সাড়ে ১২টার দিকে পাশের একভবনের সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা-পুলিশ।

তারা নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সম্প্রতি

আরও খবর