সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশমেহেরপুরে নিখোঁজ তিন যুবকের মরদেহ উদ্ধার

মেহেরপুরে নিখোঁজ তিন যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, মেহেরপুর

সম্পর্কিত সংবাদ

মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামে ভৈরব নদে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই যুবক আর পিরোজপুরে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে স্লুইসগটের স্রোতের পানিতে তারা হারিয়ে যাওয়ার পর রাত নয়টার দিকে মরদেহ উদ্ধার করে খুলনা থেকে আগত ফায়ার সার্ভিসের ডুবুরী দল। আর পিরোজপুরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় আরেক যুবককে। 

নিখোঁজ তিনজন হচ্ছে-মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে ও পৌর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তানভির হোসেন (২০), তার চাচাতো ভাই আমদহ গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র কৌশিক হোসেন (১৫) এবং পিরোজপুর গ্রামের জল্লাদ হোসেনের ছেলে মাহবুব হোসেন (১৫)। 

স্থানীয় সুত্রে জানা গেছে, ভৈরব নদের রসিকপুর স্লুইস গেটের সামনে প্রায়ই লোকজন গোসল করতে যায়। তানভির ও কৌশিক গোসল করছিল। এক পর্যায়ে কৌশিককে পানিতে ডুবে যেতে দেখে তানভির এগিয়ে যায়। এসময় দুজনই স্রোতের টানে হারিয়ে যায়। একইভাবে ভৈরব নদে গোসল করতে গিয়ে পিরোজপুর গ্রামের নিখোঁজ হয় মাহবুব হোসেন। 

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরী দল না থাকায় খুলনা থেকে কয়েকজনকে আনা হয়।

রাত নয়টার দিকে স্লুইস গেটের অদূরে ভৈরব নদ থেকে তাদেও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

সম্প্রতি

আরও খবর