এই সময়ের একজন মেধাবী সঙ্গীত পরিচালক হিসেবে বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন শুভেন্দু দাস শুভ। একজন সঙ্গীত পরিচালক হিসেবেই পরিচয় দিতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করলেও যারা তার কন্ঠে গান শুনতে আগ্রহী তাদের জন্য গানও গেয়ে থাকেন তিনি। শুভ’র কন্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান ছিলো মৌমিতা রায়ের লেখা ও শুভর নিজের সুরে ‘ফাগুন বেলায়’। গানের ভুবনে তার যাত্রা শুরুর কাল থেকে আজ অবধি তিনি দীর্ঘ দেড় যুগ সময় পার করেছেন। এরইমধ্যে তিনি তার নিজের প্রযোজনায় গান করেছেন, নিজের সঙ্গীত পরিচালনাতেও গান করেছেন আবার নিজে মাঝে মাঝে কিছু গানও গেয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন। শুভ জানান তারই শীষ্য আব্দুল্লাহ আল নোমানের লেখা কিছু গান নিয়ে
কাজ করছেন তিনি। যে গানগুলো প্রকাশ পাবে ‘শব্দকল্পদ্রুম’-এর ব্যানারে। নিজের এই সময়ের ব্যস্ততা ও আগামীদিনের পরিকল্পনা নিয়ে শুভেন্দু দাস শুভ বলেন,‘ সঙ্গীত পরিচালনার কাজটাই মন দিয়ে করে যেতে চাই। যে কারণে আমার ভাবনাজুড়ে কিন্তু সঙ্গীত পরিচালনাটাই রয়েছে। তবে কেউ কেউ আমার কন্ঠে গানও শুনতে ভালোবাসেন। তাদের জন্য নিজের কিছু একক গানও করছি। সময়মতো তা প্রকাশ পাবে। একটি নির্দিষ্ট বলয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাইনা। আগামীতে আরো ভালো ভালো কাজ করতে চাই। আমার বিশ্বাস আমার শ্রোতা দর্শক আমার পাশে থাকবেন, আমাকে অনুপ্রেরণা দিবেন।’



