সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশমোংলার পশুর নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোংলার পশুর নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

সম্পর্কিত সংবাদ

বাগেরহাটের মোংলার পশুর নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত (৪০) একজন মানুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ সকালে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে ওই লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তবে লাশটির পরিচয় জানা যায়নি। এর আগে গতকাল বুধবার দুপুরে মোংলা উপজেলার জয়মনিরঘোল এলাকার খাদ্য গুদাম সংলগ্ন পশুর নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন গাজী জানান, বুধবার সকালে স্থানীয়রা পশুর নদীতে একটি লাশ ভাসতে দেখে নৌ পুলিশে খবর দেয়। এরপর নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। অজ্ঞাত ব্যক্তির লাশের বয়স আনুমানিক ৪০ বছর। মোংলা চাঁদপাই নৌ থানার ওসি ইকরামুল হক বলেন, লাশটির এখনও নাম-পরিচয় উদ্ধার হয়নি। ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে মৃত্যু হওয়ায় লাশটি পচে গেছে। মরদেহটি উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে।

সম্প্রতি

আরও খবর