সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরজাতীয়বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ’ : জার্মান রাষ্ট্রদূত

বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ’ : জার্মান রাষ্ট্রদূত

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশ আগামী বছর বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের পথে রয়েছে বলে মন্তব্য করেছেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজ।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আগামী বছর বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে, তা হবে বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক নির্বাচন। প্রায় ১২ কোটি ৭০ লাখেরও বেশি ভোটার সেখানে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাবেন।”

রাষ্ট্রদূতের মতে, এই নির্বাচন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার জন্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটেও গণতন্ত্রের জন্য একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। এখন অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

রুডিগার লোৎজ জানান, “বাংলাদেশের নির্বাচন কমিশন এই বিশাল আয়োজনের জন্য যে প্রস্তুতি নিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। দেশটি একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে একাধিক রাজনৈতিক দল অংশ নিতে পারবে।”

জার্মান রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, এই নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলনগুলোর একটি হিসেবে আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করবে। তার মতে, এর মাধ্যমে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর কাতারে ফিরে আসবে, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, “নির্বাচন কমিশন যে নিষ্ঠা ও প্রস্তুতির সঙ্গে এই বিশাল দায়িত্ব পালন করছে, তা প্রশংসার দাবি রাখে। আমি তাদের সাফল্য কামনা করছি। একই সঙ্গে বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাচ্ছি—তারা যেন গণতন্ত্রে ফেরার এই পথচলায় সফল হয়।”

সম্প্রতি

আরও খবর