বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরখেলাওয়ানডেতে প্রথম টানা দুই শূন্য কোহলির

ওয়ানডেতে প্রথম টানা দুই শূন্য কোহলির

সংবাদ স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত সংবাদ

ওয়ানডের সর্বকালের সেরা ব্যাটারদের একজন ভিরাট কোহলি চলতি অস্ট্রেলিয়া সফরে টানা দুই ম্যাচে আউট হলেন শূন্য রানে। ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান ৩০৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথমবার তেতো স্বাদ পেলেন ।

বৃহস্পতিবার,(২৩ অক্টোবর ২০২৫) অ্যাডিলেইডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চার বলে শূন্য করে বার্টলেটের বলে এলবিডব্লিউ হন কোহলি। সিরিজের প্রথম ম্যাচে মিচেল স্টার্কের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে তিনি ফিরেছিলেন আট বলে শূন্য করে। কোহলির ওয়ানডে ক্যারিয়ারের ১৮ শূন্য এটি। ভারতের হয়ে এই সংস্করণে শূন্যের রেকর্ডে এখন তিনি যৌথভাবে তিনে। ১৮ বার শূন্যতে ফিরেছেন যুবরাজ সিং ও আনিল কুম্বলেও। ১৯ বার শূন্য করেছেন জাভাগল শ্রীনাথ। ভারতের হয়ে সবচেয়ে বেশিবার শূন্যতে ফেরার রেকর্ডটি ওয়ানডে ইতিহাসের সফলতম ব্যাটার সাচিন টেন্ডুলকারের, ২০ বার।

টেন্ডুলকার-কোহলিরা অনেক ইনিংস খেলেছেন বলেই শূন্যের রেকর্ডেও তারা ওপরের দিকে।

টেন্ডুলকারের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেয়া কোহলি এখন ছুটছেন তার শূন্যের রেকর্ড ভেঙে দেয়ার দিকেও।

তিন সংস্করণ মিলিয়ে কোহলির শূন্য এখন ৪০টি। এখানে তিনি ভারতের হয়ে যৌথভাবে দুইয়ে আছেন ইশান্ত শার্মার সঙ্গে। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার শূন্যতে ফেরার রেকর্ডটি জাহির খানের, ৪৩ বার।

ওয়ানডেতে সবচেয়ে বেশি শূন্যের বিশ্বরেকর্ড সনৎ জায়সুরিয়ার (৩৪ বার)। তিন সংস্করণ মিলিয়ে রেকর্ডটি আরেক শ্রীলঙ্কান মুত্তাইয়া মুরলিধরনের (৫৯ বার)।

সম্প্রতি

আরও খবর