বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরখেলাজাতীয় ক্রিকেট লীগে খুলনা ও চিটাগাংয়ের বড় সংগ্রহ

জাতীয় ক্রিকেট লীগে খুলনা ও চিটাগাংয়ের বড় সংগ্রহ

ক্রীড়া বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

জাতীয় ক্রিকেট লীগের ২৭তম আসরের উদ্বোধনী দিনের খেলা শেষে প্রথম ইনিংসে খুলনার সংগ্রহ ৯ উইকেটে ৩১২। ৯ নম্বরে নামা পারভেজ পাঁচটি করে ছক্কা ও চারে খেলছেন ক্যারিয়ার সেরা ৭২ রানে। অবিচ্ছিন্ন দশম উইকেটে তার সঙ্গে ৪৭ রানের জুটি গড়া সফর আলি খেলেছেন ৬ রানে।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে শনিবার,(২৫ অক্টোবর ২০২৫) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে খুলনা। কিন্তু এনামুল ও সৌম্যর কেউই ইনিংস বড় করতে পারেননি।

৩০ রান করে মইন খানের বলে এলবিডব্লিউ হয়ে যান এনামুল। ভাঙে ৫৯ রানের উদ্বোধনী জুটি। শামসুর রহমানের বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য (৩৭)।

বরিশাল অধিনায়কের বলে ইমরান (৪৩) এলবিডব্লিউ হয়ে বিপদে পড়ে যায় খুলনা। সেখান থেকে দলকে টানেন অধিনায়ক ও ইয়াসিন মুন্তাসির।

২শ’ ছোঁয়ার আগে ইয়াসির বিদায় নিলে জুটি গড়েন জিয়া ও পারভেজ। তাদের ব?্যাটে আড়াইশ ছাড়িয়ে যায় খুলনা।

চার ছক্কা ও পাঁচ চারে ৬৯ রান করা জিয়াকে ফিরিয়ে ৭০ রানের জুটি ভাঙেন মইন। পরের ওভারে নেন আব্দুল হালিমের উইকেট।

তবে দিনের শেষ বেলায় সফরকে নিয়ে দারুণ প্রতিরোধ গড়েন ১৯ বছর বয়সী পারভেজ। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের দ্বিতীয় পঞ্চাশের দেখা পাওয়া লোয়ার অর্ডার ব্যাটারকে সামনে প্রথম সেঞ্চুরির হাতছানি।

বরিশালের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মঈন ও রুয়েল।

উদ্বোধনী দিনে মাহমুদুল ও রাব্বির সেঞ্চুরি

রাজশাহী প্রতিনিধি জানান, বিভাগীয় স্টেডিয়ামে ২৭তম জাতীয় ক্রিকেট লীগের ৪ দিনের ম্যাচ উদ্বোধন হয়েছে। চিটাগং বিভাগ টসে হেরে ব্যাট করতে নেমে ৮২.৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আল রাব্বির সেঞ্চুরির সুবাদে ৪০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহমুদুল হাসান ১২৭, ইয়াসির আল রাব্বি ১২৯ ইরফান ৭২ রান করেন। রাজশাহীর পক্ষে সুজন ২৮ রানে ২, তাইজুল ১৫৯ রানে ৪ ও মেহরাব ২৫ রানে ২টি উইকেট নেন। জবাবে স্বাগতিক রাজশাহী বিভাগ ব্যাট করতে নেমে ৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে দিন শেষে ১ রান সংগ্রহ করে। চিটাগাং-এর পক্ষে হাসান মুরাদ জিরো রানে ২টি উইকেট নেন।

শনিবার সকালে লীগের উদ্বোধন করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. জাফর। এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের পরিচালক মো. খালেদ মাসুদ পাইলট, বিসিবির পরিচালক মোহাম্মদ মোখলেছুর রহমান শামীম, রাজশাহী ভেন্যু ম্যানেজার সাইফুল্লাহ খান জেমসহ অন্য কর্মকর্তারা।

সম্প্রতি

আরও খবর