বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরখেলারোহিত ১২১, কোহলি ৭৪, শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালো ভারত

রোহিত ১২১, কোহলি ৭৪, শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালো ভারত

সংবাদ স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত সংবাদ

ভারত আগেই সিরিজ হেরে যাওয়ায় শেষ ওয়ানডেতে সব নজর ছিল ভিরাট কোহলি ও রোহিত শর্মাকে ঘিরে। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় থাকা এই দুই ব্যাটিং কিংবদন্তি অস্ট্রেলিয়ার মাঠে নেমেছিলেন শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে। বিদায় বেলাটা স্মরণীয় হলো দুজনের। রান তাড়ায় সেঞ্চুরি করলেন সাবেক অধিনায়ক রোহিত, প্রথম দুই ওয়ানডেতে খালি হাতে ফেরা কোহলি করলেন ফিফটি।

সিডনি গ্রাউন্ডে শনিবার,(২৫ অক্টোবর ২০২৫) তৃতীয় ও শেষ ওয়ানডে রোহিত-কোহলির ঝলকে ভারত জিতেছে ৯ উইকেটে। দুজনের ১৬৮ রানের জুটিতে ২৩৭ রানের লক্ষ্য অনায়াসে পেরিয়ে গেছে তারা। ম্যাচ শেষ হয় ৬৯ বল আগে। এ ম্যাচ জিতলেও স্বাগতিকদের কাছে তিন ম্যাচের সিরিজ ভারত হেরেছে ২-১ ব্যবধানে।

দলকে জিতিয়ে ১২৫ বলে ১২১ রানে অপরাজিত থাকেন রোহিত, ৮১ বলে অপরাজিত ৭৪ রান করেন কোহলি। রোহিত-কোহলি দুজনেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তারা ওয়ানডে খেলবেন কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। এ সিরিজের আগেই ওয়ানডে নেতৃত্ব হারান রোহিত। কেউ কেউ বলছিলেন, এটাই হয়তো রোহিতের শেষ সিরিজ। তবে এ ওপেনার রান করে বুঝিয়ে দিলেন এখনও কিছুটা দেয়ার আছে তার।

দ্বিতীয় ওয়ানডেতে দল হারলেও রোহিত করেন ৭৩ রান, এবার শেষ ম্যাচে ৩৩তম ওয়ানডে সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

কোহলি প্রথম দুই শূন্য রানে আউট হয়েছিলেন, তৃতীয় ম্যাচে নেমে রানের খাতা খুলে দেখালেন থিতু হলেন টানতে পারেন ইনিংস, মরচে ধরেনি তার ব্যাটেও।

এদিনও টস হেরেছিল ভারত। ওয়ানডেতে এই নিয়ে তারা টানা ১৮টি টস হারলো। তবে টস জিতলেও এবার রান তাড়ায় না গিয়ে আগে ব্যাটিং বেছে নেয় অজিরা। ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শ ট্রেভিস হেডকে নিয়ে শুরুটা করেন দারুণ। তবে কেউই ইনিংস টানতে পারেননি। মার্শ ৪১ ও হেড থামেন ২৯ রান করে মাঝের ওভারে ম্যাট রেনশো করেন ৫৮ বলে ৫৬। হার্শিত রানার পেসে শেষ দিকে দ্রুত উইকেট হারাতে থাকে স্বাগতিক দল, আটকে যায় আড়াইশ’র আগে। রানে ভরা উইকেটে ওই পুঁজি তুড়ি মেরে উঁড়িয়ে দিতে কোনো সমস্যা হয়নি রোহিত-কোহলির।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ৪৬.৪ ওভারে ২৩৬ (মার্শ ৪১, হেড ২৯, শর্ট ৩০, রেনশ ৫৬, কেয়ারি ২৪, কনলি ২৩; সিরাজ ১/২৪, হার্শিত ৪/৩৯, কৃষ্ণা ১/৫২, কুলদিপ ১/৫০, আকসার ১/১৮, ওয়াশিংটন ২/৪৪)।

ভারত ৩৮.৩ ওভারে ২৩৭/১ (রোহিত ১২১, গিল ২৪, কোহলি ৭৪; হেইজেলউড ১/২৩)।

ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ: রোহিত শার্মা।

সম্প্রতি

আরও খবর