শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরনগর-মহানগরবিমানবন্দর রেলস্টেশনে অভিযানে আগ্নেয়াস্ত্র-অ্যামুনিশন ও বিস্ফোরক উদ্ধার

বিমানবন্দর রেলস্টেশনে অভিযানে আগ্নেয়াস্ত্র-অ্যামুনিশন ও বিস্ফোরক উদ্ধার

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, অ্যামুনিশন এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। রোববার বেলা সওয়া ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয় বলে জানানো হয়েছে।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করা হয়। তল্লাশিতে মোট আটটি (৮) বিদেশি পিস্তল, ষোলটি (১৬) ম্যাগাজিন, ছাবিশটি (২৬) অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার (৪) জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমন করতে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্প্রতি

আরও খবর