শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরসারাদেশমাদারগঞ্জে কাইজেরচর ব্রীজের অভাবে ১০ গ্রামের মানুষের ভোগান্তি

মাদারগঞ্জে কাইজেরচর ব্রীজের অভাবে ১০ গ্রামের মানুষের ভোগান্তি

প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

সম্পর্কিত সংবাদ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কাইজেরচর জহরের খেয়াঘাট এলাকায় দীর্ঘদিন ধরে একটি ব্রীজের অভাবে ১০ গ্রামের মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা যায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোরখালী ইউনিয়নের কাইজেরচর জহরের খেয়াঘাটে ব্রীজের অভাবে ১০ গ্রামের মানুষের যাতায়াতে দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। যমুনা নদীর এই শাখা নদীতে এখনো কোনো ব্রীজ না থাকায় স্কুল-কলেজগামী ও কোমলমতি শিশু শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সকল শ্রেণী পেশার লোকজন এমনকি জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে দুর্ভোগ ও ভোগান্তিতে রয়েছে।

মাদারগঞ্জে উপজেলার কাইজেরচর জহরের খেয়াঘাটে একটি ব্রীজের অভাবে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ। কাইজেরচরবাসীর একটাই দাবি — একটা ব্রিজ চাই!

বর্ষার মৌসুমে নদীতে পানি বাড়লে নৌকার উপর নির্ভর করতে হয়, আবার শুকনো মৌসুমে কাদা ও বালুচর পার হয়ে চলাচল করতে হয়। প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন, তবুও স্বাধীনতা যুদ্ধের ৫৪ বছর কেটে গেছে ও এখানে কোনো স্থায়ী ব্রিজ নির্মিত হয়নি। এ বিষয়ে স্হানীয় গণমাধ্যমে কর্মী সম্রাট অন্তর সংবাদ কে বলেন, কাইজেরচর জহরের খেয়াঘাট এলাকায় একটি ব্রিজ এখন সময়ের দাবি। উপজেলার দক্ষিণ এলাকার জনসাধারণের দাবি মাদারগঞ্জে জহরের খেয়াঘাটে ব্রিজের অভাবে দুর্ভোগ ও ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ। তই, কাইজেরচর একটা ব্রিজ চাই! অতি দ্রুত একটি স্থায়ী ব্রীজ নির্মাণ করে কাইজেরচর জনসাধারণের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটানো হোক।

সম্প্রতি

আরও খবর