বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যপ্রকাশ্যে রফিকুল আলমের দুই গান

প্রকাশ্যে রফিকুল আলমের দুই গান

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের কিংবদন্তী গায়ক রফিকুল আলমের কন্ঠে দীর্ঘদিন পর নতুন নতুন বেশ কয়েকটি গান প্রকাশ পেলো। এরইমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে রফিকুল আলমের কন্ঠে ‘পাহাড়ের কান্না’ ও ‘সকাল সন্ধ্যায় চায়ের চুমুকে’ শিরোনামের দুটি গান। কিছুদিনের ব্যবধানেই রফিকুল আলমের কন্ঠে এই দুটো গান প্রকাশিত হয়েছে। ‘পাহাড়ের কান্না’ গানটি লিখেছেন ও সুর করেছেন আরিফ হোসেন বাবু। ‘সকাল সন্ধ্যায় চায়ের চুমুকে’ গানটি লিখেছেন ফারুক আনোয়ার, সুর সঙ্গীত করেছেন সম্রাট আহমেদ। রফিকুল আলম জানান এই দুটি গানের আগে আরো দুটো মৌলিক গান প্রকাশিত হয়েছে। এই সময়ে এসেও যে তার কন্ঠে নতুন নতুন মৌলিক গান প্রকাশ পাচ্ছে, সে কারণে বেশ খুশী রফিকুল আলম। রফিকুল আলম বলেন,‘ পাহাড়ের কান্না ও সকাল সন্ধ্যায় চায়ের চুমুকে-দুটি গানেরই কথা আমার কাছে সত্যি সত্যিই খুউব ভালোলেগেছে। মৌলিক গান খুউব বেশি যে করা হয় এমনটি নয়।

কিন্তু তারপরও এখনো যে মৌলিক করছি সেটাই আসলে অনেক ভালোলাগার। কারণ মৌলিক গান একজন শিল্পীর পরিচয়। মৌলিক গান দিয়েই একজন শিল্পী নিজের পরিচিতি গড়ে তুলে। যে কারণে মৌলিক গান প্রকাশ পেলে শিল্পীর নিজেরও খুউব ভালোলাগে। পাহাড়ের কান্না ও সকাল সন্ধ্যায় চায়ের চুমুকে দুটি গান নিয়েই আমি প্রত্যাশী। শ্রোতা দর্শকের কাছে অনুরোধ রইলো গান দুটি শোনার জন্য।’

সম্প্রতি

আরও খবর