সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরঅপরাধ ও দুর্নীতিবাঘায় চর দখলের সংঘর্ষে গুলিতে ২ জন নিহত

বাঘায় চর দখলের সংঘর্ষে গুলিতে ২ জন নিহত

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

সম্পর্কিত সংবাদ

রাজশাহী বাঘায় সীমান্ত এলাকায় পদ্মার চরাঞ্চলে জমি দখল নিয়ে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে দুজন নিহত হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাঘার নিচখানপুর এলাকার মিনহাজ মন্ডলের ছেলে আমান মন্ডল (৩৬) ও শুকুর মন্ডলের ছেলে নাজমুল মন্ডল (২৬)। আহত অপর ২জন হলেন-মুনতাজ মন্ডল (৩২) ও রাবিক হোসেন (১৮)। তারাও নীচ খানপুর গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় আশংকাজনক অবস্থায় আহতদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ নিহার চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ১১টায় চরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। পরে অপর পক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন-আমান মন্ডল, মুনতাজ মন্ডল, নাজমুল মন্ডল ও রাবিক হোসেন । এলোপাথাড়ি গুলি ছোড়ার কারণে প্রথমত আহতদের উদ্ধার করা যায়নি। খবর পেয়ে লোকজন ঘটনাস্থলে পৌঁছলে প্রতিপক্ষরা সরে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে আমান মন্ডল মারা যান।

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিসক ডাঃ নিহার চন্দ্র মন্ডল জানান, মুনতাজের শরীরে বিভিন স্থানে অন্তত শতাধিক, রাকিবের শরীরে প্রায় ৮০, নাজমুলের শরীরে প্রায় ৩৫ আমানের মাথায়সহ শরীরের ৫ জায়গায় গুলি চিহৃ পাওয়া গেছে। গুলির ক্ষতস্থান দেখে পুলিশের ধারনা পিস্তল ও রাবার বুলেটের ছোড়া গুলি হতে পারে।

পুলিশ ও নিহত-আহত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে চলাঞ্চলে জমির দখলের আধিপত্য বিস্তার করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাকন বাহিনী’র লোকজন এ ঘটনা ঘটিয়েছে । অপর পক্ষের উপজেলার চরাঞ্চলের নীচ খানপুর গ্রামের বেলাল হোসেন জানান,তারা লোকজন নিয়ে চর এলাকায় খড় কাটছিলেন। এসময় কাকন বাহিনীর লোকজন প্রভাব বিস্তার করে খড় কাটা জমির দখল নিতে আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে।

এতে ৪জন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে ২জন মারা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ আর ১জন ও রাজশাহী নেওয়ার পথে আরেকজন মারা যায়। তাৎক্ষনিক কাকন বাহিনীর কাউকে না পেয়ে তাদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রাজশাহী নেওয়ার পরে মারা বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্প্রতি

আরও খবর