২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকায় লগি-বৈঠার নির্মম নারকীয় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখা। মঙ্গলবার, (২৮ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মোড় হয়ে আবার কেন্দ্রীয় বাস টার্মিনাল এসে সমাবেশে করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে করেন।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান (সাবেক) দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন (দিনাজপুর-৫ আসনের মনোনিত এমপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি যুব সভাপতি গোলাম মুক্তাদী মুন্না, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, পার্বতীপুর পৌর শাখার আমির খন্দকার আশরাফুল আলম পৌর বায়তুল মাল সেক্রেটারি তৌহিদুর রহমান প্রমুখ।



