বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশমোহনগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

মোহনগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)

সম্পর্কিত সংবাদ

নেত্রকোনার মোহনগঞ্জে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীর কাছ থেকে ৭০০০/হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন এ অভিযান পরিচালনা করেন। এসময় হোটেলের নোংরা পরিবেশ, খাবারের গুনগত মান, ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন, এবং দোকানে বিভিন্ন পণ্যের নির্ধারিত মুল্যের তালিকা না থাকা, বেশি দামে বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার আইনে শহরের ষ্টেশন রোডে অবস্থিত শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩০০০/ হাজার টাকা এবং এক বিস্কুটের দোকানিকে ১০০০/হাজার টাকা এছাড়াও অন্য এক ব্যবসায়ীকে ৩০০০/ হাজার টাকা জরিমানা করা হয়।, মোট ৭০০০/ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন দোকানে নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের দায়ে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে, এবং সকল ব্যবসায়ীদেরকে প্রতিষ্ঠানে প্রতিটি পণ্যের নির্ধারিত মুল্য তালিকা টানানোসহ লাইসেন্স নবায়ন করার জন্য সতর্ক করা হয়েছে।

সম্প্রতি

আরও খবর