বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
হোমখবরসারাদেশলৌহজংয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ ১০ পরিবার

লৌহজংয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ ১০ পরিবার

মো. সুবিন, লৌহজং (মুন্সীগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ব্যক্তিগত জমিতে টিন–কাঠের বেড়া দিয়ে চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেওয়ায় অন্তত ১০টি পরিবার অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর হলদিয়া গ্রামের বায়তুল নূর জামে মসজিদসংলগ্ন এলাকায় বসবাসকারী পরিবারগুলো প্রায় ৫০ বছর ধরে পার্শ্ববর্তী মালিকদের ব্যক্তিগত জমির ওপর দিয়ে পায়ে হাঁটা রাস্তা ব্যবহার করে আসছে। কিছুদিন আগে ওই জমির মালিকরা বেড়া দিয়ে পথটি বন্ধ করে দেন। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় ভুক্তভোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে উত্তর হলদিয়া ২ নম্বর ওয়ার্ডের বাশার কান্দী এলাকায় গিয়ে দেখা যায়, মিজান শেখ, রাসেল শেখ, রাব্বী শেখ, নুর মোহাম্মদ শেখ, নিহার বেগম, আনছার আলী ও খোকন শেখসহ অন্তত ১০ পরিবারের বাড়ির সামনে টিন ও কাঠের বেড়া দিয়ে পথ বন্ধ করা রয়েছে।

ভুক্তভোগী মিজান শেখ বলেন, ‘প্রতিবেশী মুজাম্মেল গং বেড়া দিয়ে আমাদের চলাচল বন্ধ করে দিয়েছেন। বাধ্য হয়ে বাড়ির ভেতরকার সরু পথ দিয়ে অসুবিধায় চলাচল করছি।’ একই দাবি করেন নিহার বেগম (৬৭)। তিনি বলেন, ‘প্রশাসনের কাছে অনুরোধ—মারা গেলে যেন লাশ বের করার মতো রাস্তা রেখে দেওয়া হয়।’

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মুজাম্মেল বেপারী ও মো. কামাল দাবি করেন, জমির কাগজে কোথাও রাস্তা নেই। পূর্বে খোলা থাকার কারণে কেউ কেউ চলাচল করেছেন। তারা বলেন, ‘প্রতিবেশীরা যদি পাশের জমি থেকে রাস্তা দেন, আমরা বিবেচনা করব; তবে জমি কশর দিতে হবে।’

এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি হলদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কাছে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাঠানো হয়েছে।’

সম্প্রতি

Post – 02

Post – 01

আরও খবর