শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরখেলাঅস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-২০ বৃষ্টিতে পণ্ড

অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-২০ বৃষ্টিতে পণ্ড

সংবাদ স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত সংবাদ

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে খেলা হয় ৯.৪ ওভার পর ম্যাচ পরিত্যক্ত হয়। বুধবার,(২৯ অক্টোবর ২০২৫) ক্যানবেরার মাঠে ম্যাচ পণ্ড হওয়ার সময় ১ উইকেট হারিয়ে ৯৭ রান করে ভারত।

মেঘলা আকাশের নিচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারে ন্যাথান এলিস দলকে এনে দেন সাফল্য। মিড অফে ধরা পড়েন ৪টি চারে ১৪ বলে ১৯ রান করা আভিশেক শার্মা।

পরের ওভার শেষে শুরু হয় বৃষ্টি। পরে ১৮ ওভারে কমিয়ে আনা হয় ম্যাচের দৈর্ঘ্য।

পুনরায় খেলা শুরু হলে দ্রুত রান বাড়াতে থাকেন গিল ও সুরিয়াকুমার। অষ্টম ওভারে একবার জীবনও পান সুরিয়াকুমার। তখন ১৮ রানে খেলছিলেন ভারত অধিনায়ক।

নবম ওভারের শেষ বলে ম্যাথু কুনেমানকে ছক্কায় ওড়ান গিল। দশম ওভারের প্রথম বৈধ তিন বলে এলিসকে দুটি চার ও একটি ছক্কা মারেন সুরিয়াকুমার। এরপরই থমকে যায় লড়াই।

১ ছক্কা ও ৪টি চারে ২০ বলে ৩৭ রান করেন গিল। সুরিয়াকুমারের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৯ রান, ২টি ছক্কার সঙ্গে তিনটি চার মারেন তিনি।

মেলবোর্নে সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শুক্রবার।

সম্প্রতি

আরও খবর