মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যআসছে অভি মঈনুদ্দীনের নতুন নতুন গান

আসছে অভি মঈনুদ্দীনের নতুন নতুন গান

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

গীতিকার, সুরকার হিসেবে সাংবাদিক অভি মঈনুদ্দনের যাত্রা শুরু হয়েছিলো ২০২০ সালে। করোনায় সারা বিশ্ব আক্রান্তের আগেই তার গান লেখা ও সুর করা শুরু। এরপর করোনায় যখন সারা বিশ্ব বিপর্যন্ত সেই সময়ে তিনি অসংখ্য গান লিখেন ও সুর করেন। তার লেখা ও সুর করা প্রথম প্রকাশিত গান ছিলো তিন্নির কন্ঠে ‘শত শত রাত’। এরইমধ্য একজন অভিনেত্রীর কন্ঠে ‘আমার মন খারাপের এই দিনে’ গানটিও প্রকাশ হবার কথা। তবে এখন নতুন করে এই গানের কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে এই গানটি বছরের শেষপ্রান্তে অথবা আগামী ভালোবাসা দিবসের আগেই গানটি প্রকাশ পাবে। এছাড়া ‘যদি তোমার সাথে সাথে থাকি আমি’ গানটির কাজ চলতি মাসেই শুরু হয়েছে। গানটির সঙ্গীতায়োজন করছেন স¤্রাট আহমেদ। সম্প্রতি অপ্রকাশিত কিংবা কাজ চলমান গানগুলো দ্রুতই শেষ করে গানগুলো প্রকাশের উদ্যোগ নিচ্ছেন অভি মঈনুদ্দীন। তিনি বলেন,‘ ছোটবেলা থেকেই গান গাওয়ার প্রতি আমার দুর্বলতা ছিলো। তবে কোনোদিন গান লিখবো, সুর করবো-এমন চিন্তাও আসেনি কখনো। কিন্তু ২০২০ সালে কেমন করে যেন হঠাৎ করেই চাইনা হৃদয় ভেঙ্গে যাক গানটির সুর ও কথা মাথায় চলে আসে। এভাবেই বেশকিছু গান হয়ে যায়। আমার লেখা ও সুর করা দুই শতাধিক গান আছে। যে গানগুলো নিয়ে বিশেষ পরিকল্পনা আছে আমার।’ এদিকে গত কাল ছিল অভি মঈনুদ্দনের জন্মদিন।

সম্প্রতি

আরও খবর