সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশসন্ধ্যা নামলেই জ্বলে ওঠে সড়কবাতি আলোকিত হয়ে ওঠে চান্দপুর গ্রাম

সন্ধ্যা নামলেই জ্বলে ওঠে সড়কবাতি আলোকিত হয়ে ওঠে চান্দপুর গ্রাম

আবদুল্লাহ আল মামুন, দেবিদ্বার (কুমিল্লা)

সম্পর্কিত সংবাদ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের এক প্রত্যন্ত জনপদ চান্দপুর। গ্রামটির দক্ষিণ দিক ঘেঁষে বয়ে চলেছে গোমতী নদী, তার ঠিক পাশেই সমান্তরালভাবে চলে গেছে গোমতী বেড়িবাঁধ। বাঁধের দুই পাশে সবুজ গাছের সারি, অধিকাংশই কাঁঠালগাছ, যেন সবুজ রেখা এঁকে বেঁকে চলে গেছে দূর অজানায়।

বাঁধের উত্তরে বিস্তৃত এলাকাজুড়ে গড়ে উঠেছে এই শান্ত, ছায়া-সুনিবিড় চান্দপুর গ্রাম। কৃষি এখানকার মানুষের প্রধান পেশা। কেউ চাষাবাদে ব্যস্ত, কেউ বিদেশে কর্মরত, আবার কেউ সরকারি-বেসরকারি চাকরিজীবী। গ্রামের ছেলে-মেয়েরা শিক্ষা নিচ্ছে চান্দপুর মডেল টেকনিক্যাল স্কুল, গঙ্গাম-ল মডেল কলেজ, দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন স্কুল ও একটি এবতেদায়ী মাদ্রাসায়। ছায়া-সুনিবিড় গ্রামটিতে প্রবেশ করলে অন্য ১০টি গ্রাম থেকে এটিকে আলাদা মনে হয়। একটি অজগ্রাম অথচ, প্রধান সড়কে জ্বলে সড়কবাতি, শহুরে ধাঁচে বাড়ি, সড়ক, প্রতিষ্ঠানের জন্য নির্দেশক সাইনবোর্ড- যেন কোনো পৌর এলাকা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় এই গ্রামটিতে সন্ধ্যা নামলেই ডুবে যেত অন্ধকারে। গৃহস্থ বাড়ির কেরোসিন বাতির ক্ষীণ আলো, জোনাকির ঝিকিমিকি কিছুটা আলো ছড়াতো। নব্বইয়ের দশকে ঘরবাড়িতে বিদ্যুতের আলো এলেও গ্রামের রাস্তা, বাঁধ আর প্রান্তর রয়ে গিয়েছিল নিকষ কালো অন্ধকারে। নারীরা সন্ধ্যার পর বাইরে বের হতে ভয় পেতেন, শিশুরা উঠানে পা ফেলত না। রাতের নিস্তব্ধতায় চুরি-চামারির ঘটনাও ঘটত মাঝেমধ্যে।

কথা হয় চান্দপুর আদর্শ সমাজসেবা সংগঠনের হান্নান সরকার, দুনিয়া ও আখেরাত কল্যাণ ফাউন্ডেশনের সাদেকুর রহমান এবং চান্দপুর মানবকল্যাণ সংগঠনের মোজাম্মেল হোসেনের সঙ্গে। তারা জানান, এই অন্ধকার দূর করতে এগিয়ে আসে গ্রামের যুব সমাজ। আমরা ঠিক করি নিজেদের গ্রাম নিজেদেরই আলোকিত করব। একাধিক বৈঠকে আলোচনা করি কিভাবে গ্রামের পথঘাটে আলো পৌঁছানো যায়। এরপর গ্রামের প্রবীণ ও গণ্যমান্যদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত হয়- সৌরবিদ্যুৎচালিত সড়কবাতি বসানো হবে গ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে। সেই সঙ্গে উন্নত দেশের আদলে প্রতিটি রাস্তা, পাড়া ও বাড়ির নামফলক লাগানোর উদ্যোগ নেওয়া হয়। গ্রামের সৌন্দর্য বাড়াতে লাগানো হয় সারি সারি সুপারি গাছ।

গ্রামের ক্রিয়াশীল সামাজিক সংগঠনগুলোর নেতৃত্বে শুরু হয় আলোর অভিযাত্রা। প্রবাসী, চাকরিজীবী ও সাধারণ মানুষ সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়ান। প্রথমে গ্রামের প্রবেশমুখ থেকে শুরু করে গোমতী বাঁধের প্রায় দুই কিলোমিটার এলাকায় সৌরবাতি স্থাপন করা হয়। পরে গ্রামজুড়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০-এ। গ্রামের প্রতিটি বাড়ি, সড়ক ও প্রতিষ্ঠানের নামে বসানো হয় নির্দেশক বোর্ড। সৌন্দর্য বৃদ্ধির জন্য কলেজের সড়কের দু’পাশে লাগানো হয় সুপারি ও ফুলগাছ।

এখন সন্ধ্যা নামলেই পুরো চান্দপুর জ্বলে ওঠে আলোয়। বাঁধের পথ, স্কুলের সামনে, প্রতিটি মোড় ও পাড়ায় জ্বলে ওঠে উজ্জ্বল সড়কবাতি। গ্রাম যেন আলোর মালায় গাঁথা এক অপূর্ব সৌন্দর্যে রূপ নেয়। রাতের আঁধারে এখন আর ভয় নেই; নিশ্চিন্তে চলাচল করেন নারী-পুরুষ, খেলাধুলা করে শিশুরা, বসে গল্পে মাতে বৃদ্ধরা।

চান্দপুর মানবকল্যাণ সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, এসব কাজ মূলত গ্রামের সকলের অংশগ্রহণেই হচ্ছে। আমি ও আমার সংগঠন তাদের সঙ্গে থেকে সহযোগিতার চেষ্টা করছি। আগামীতে গ্রামে সিসি ক্যামেরা লাগানোসহ বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়ার চেষ্টা করবে বলে জানান চান্দপুর আদর্শ সমাজসেবা সংগঠনের সভাপতি হান্নান সরকার।

এই আলোকিত উদ্যোগ শুধু গ্রামের ভেতরই নয়, আশপাশের গ্রামগুলোতেও দারুন সাড়া ফেলেছে। পার্শ্ববর্তী লক্ষীপুর গ্রামের স্কুল শিক্ষক মমিনুর রহমান বুলবুল বলেন, চান্দপুরে রাতে গেলে মনে হয় এক আলোর জগৎ। এখন নিজেদের গ্রাম আলোকিত করার উদ্যোগ নিয়েছে অনেকে। আমার গ্রামেও শুরু হয়েছে।

সন্ধ্যায় অনেকে চান্দপুরে আসেন শুধু আলো ঝলমলে দৃশ্য দেখতে। কেউ কেউ ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন, লেখেন- গ্রামের হৃদয়ে জেগে ওঠা শহরের আলো।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম বলেন, চান্দপুর গ্রামের তরুণরা নিজেদের উদ্যোগে সৌরশক্তি ব্যবহার করে গ্রামকে যেভাবে আলোকিত করেছে, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। সরকারি কোনো সহায়তা ছাড়াই তারা গ্রামীণ উন্নয়নের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অন্যদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তরুণ প্রজন্মের এই ইতিবাচক চিন্তা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করতে পারে। উপজেলা প্রশাসন সব সময় এমন উদ্যোগের পাশে থাকবে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, আলো থাকায় গ্রামের নিরাপত্তা বেড়েছে, অপরাধ কমেছে। এ উদ্যোগ অন্য গ্রামেও ছড়িয়ে দেওয়া উচিত।

সম্প্রতি

আরও খবর