সত্যের সাথে, একসাথে এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে ১৭ সদস্য বিশিষ্ট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)।
গতকাল শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ সভায় এই কমিটি গঠিত হয়।
কমিটিতে যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ করসপন্ডেন্ট বি এম খোরশেদ সভাপতি এবং ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আশরাফুল আলম লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী (চ্যানেল ২৪) ও রিপন আনসারী (জিটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), সহ-সম্পাদক ইউসুফ আলী (সময় টিভি), কোষাধ্যক্ষ আব্দুল আলীম (দেশ টিভি), সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন (বৈশাখী টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান ফয়জী (এসএ টিভি), দপ্তর সম্পাদক আজিজুল হাকিম (মাই টিভি), প্রচার সম্পাদক অহিদুর রহমান রানা (বাংলা টিভি)।



