মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশঘোড়াঘাটে ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গ হিজড়াদের ক্যাটাগরি শূন্য

ঘোড়াঘাটে ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গ হিজড়াদের ক্যাটাগরি শূন্য

প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর)

সম্পর্কিত সংবাদ

ভোটার তালিকায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে তৃতীয় লিঙ্গ হিজড়াদেও অবস্থান শূন্য। ভোটার নিবন্ধন ফরমের (ফরম২) প্রয়োজনীয় সংশোধনী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। চাইলে হিজড়ারা স্বেচ্ছায় পুরুষ বা নারী হিসেবেও ভোটার তালিকায় নাম লেখাতে পারবেন। কিন্তু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দেখা গেছে এর ভিন্নচিত্র। অভিযোগ উঠেছে এই ক্যাটাগরিতে ভোটারের সংখ্যা বর্তমানে শূন্য। বাড়িবাড়ি ভোটার তালিকা হাল নাগাদ কর্মসূচিতে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ না থাকলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। অন্তর্ভুক্তির ক্ষেত্রে হিজড়াদেও অবস্থান শূন্য দেখানো হয়েছে।

সরেজমিনে খোঁজনিয়ে দেখা গেছে, উপজেলার সিংড়া ইউনিয়ন২নং ওয়ার্ডেও বিরাহীপুরে আশ্রয়ন প্রকল্পের ছয়টি ঘরে অন্তত৭/৮ জন হিজড়া বসবাস করছেন। তাদের মধ্যে৭ জনের পুরুষ ভোটার তালিকায় নামও আছে বলে তাঁরা স্বীকার করেন। কিন্তু তৃতীয় লিঙ্গেও জন্য ভোটার তালিকায় যে বিশেষ ক্যাটাগরি রয়েছে, সেসম্পর্কে তারা নিজেরাও জানেননা কিংবা তাদেরকে এবিষয়ে কেউ অবগতও করেননি।

হিজড়াদের গুরুমা আমজাদ হিজরা ওরফে আলো হিজরা জানান, এই উপজেলা ২৫থেকে ২৬জন হিজরা আছে। এর মধ্যে তাঁর নিয়ন্ত্রণে আছে৭/৮জন হিজড়া। তাঁরা সকলে ভোটার হলেও নারী পুরুষের মত যে একটা হিজরাদেরও তালিকা আছে সে খবরটা তাঁরা জানতেন না। এসময় তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত হিজড়াদেও কাছে খবরটা না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমরা হিজড়ারা কী কওে জানবো, কী কওে পরিবর্তন করবো? হিজড়াদেও তালিকায় আমাদেরকে ও যেন অন্তর্ভুক্তির করা হয় বলে তিনি সহযোগিতা কামনা করেন।

উপজেলা সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন জানান, তাঁর ইউনিয়নের হিজড়া পল্লীতে যারা বসবাস করছে তারা যে হিজরা ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হতে পারেনি সেটা তিনি অবগত না। তিনি এবিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন বলে জানান।

এবিষয়ে উপজেলার সকল হিজড়ারা গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সাথে দেখা করে সমস্যার কথা জানালে তিনি অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়ালকে যথাযথ নিয়ম মেনে প্রত্যয়ন দেওয়ার সহ তাদেও এ ব্যাপারে সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করেন।

জানতে চাইলে উপজেলা নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন বলেন, ঘোড়াঘাট উপজেলায় হিজড়া হিসেবে কোনো ভোটার অন্তর্ভুক্ত নেই। তবে তিনি আশ্বাস দেন, যদি কেউ হিজড়া হিসাবে ভোটার হতে আগ্রহী হন তাহলে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্বিক সহযোগিতা করে তাদের ভোটার করা হবে।

সম্প্রতি

আরও খবর