দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নের গুলুরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. হাফিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা এবং অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে । গতকাল সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ভ্রাম্যমান আদালত অভিযানটি পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে।



