বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরখেলাতিনবারের চেষ্টায় শিরোপার স্বাদ পেল ভারত

তিনবারের চেষ্টায় শিরোপার স্বাদ পেল ভারত

সংবাদ স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত সংবাদ

নারী ওয়ানডে বিশ্বকাপে তিনবারের চেষ্টায় শিরোপার পরম আকাক্সিক্ষত স্বাদ নিতে পারলো ভারত। নিজেদের মাটিতে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে শেষ হলো তাদের দীর্ঘ অপেক্ষার পালা, শুরু হলো উৎসব। এর আগে ২০০৫ ও ২০১৭ সালের আসরের ফাইনালে হেরেছিল তারা। অন্যদিকে, প্রথমবার শিরোপা নির্ধারণী লড়াইয়ে পৌঁছে তীব্র হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো দক্ষিণ আফ্রিকাকে।

নারী বিশ্বকাপের ১৩তম আসরে এসে দেখা মিললো চতুর্থ চ্যাম্পিয়ন দলের। রেকর্ড সাতবার জিতেছে অস্ট্রেলিয়া। চারবার জিতে তাদের ঠিক পরেই ইংল্যান্ডের অবস্থান। বাকিটি গেছে নিউজিল্যান্ডের ঝুলিতে।

ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শেফালি। ওপেনিংয়ে নেমে ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে তিনি খেলেন ৮৭ রানের আক্রমণাত্মক ইনিংস। ৭৮ বল মোকবিলায় তার ব্যাট থেকে আসে সাতটি চার ও দুটি ছক্কা। অনিয়মিত স্পিনার হলেও এরপর ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৭ ওভারে ৩৬ রান খরচায় তিনি নেন ২ উইকেট।

আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গেছে দীপ্তির ঝুলিতে। ব্যাট হাতে তিনটি চার ও একটি ছক্কায় ৫৮ বলে ৫৮ রান করার পর অফ স্পিনে ৯.৩ ওভারে ৩৯ রানে তার শিকার ৫ উইকেট। নারী-পুরুষ মিলিয়ে কোনো ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে ফিফটি হাঁকানো ও ৫ উইকেট নেয়া প্রথম খেলোয়াড় তিনি।

অনন্য কীর্তি গড়া দীপ্তির বলে দক্ষিণ আফ্রিকার নাডিন ডি ক্লার্ক এক্সট্রা কভারে ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌরকে ক্যাচ দিলে ইতি ঘটে ফাইনালের। নয় ম্যাচে মোট ২১৫ রানের সঙ্গে তিনি সবমিলিয়ে পেয়েছেন এবারের বিশ্বকাপের সর্বোচ্চ ২২ উইকেট।

সম্প্রতি

আরও খবর