মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবররাজনীতিসিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের দলীয় মনোনায়ন পেয়ে প্রচারণায় নেমেছে

সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের দলীয় মনোনায়ন পেয়ে প্রচারণায় নেমেছে

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সম্পর্কিত সংবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াত ৬টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে বিএনপি ৫ আসনে এবং জামায়াত ৬টি আসনের প্রার্থী দিয়েছে। ইতিমধ্যে উভয় দলের দলীয় প্রার্থীরা গণসংযোগসহ ব্যাপক নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে।

বিএনপির প্রার্থীরা হলেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ): সাবেক ছাত্রনেতা ভিপি আইনুল হক, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া): দুইবারের সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী): রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): ডা. এম. এ. মুহিত। সিরাজগঞ্জ জেলার মোট ছয়টি আসনের মধ্যে সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি।

অপর দিকে জামায়াতের প্রার্থীরা হলেন, সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদরের একাংশ) আসনে জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ-৩(রায়গঞ্জ-তাড়াশ) আসনে প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে উপজেলা আমির অধ্যাপক মিজানুর রহমান।

সম্প্রতি

আরও খবর