আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দু’টি আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম মোল্লা ও নূরুল ইসলাম মনি। ৩ নভেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষণায় বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং বরগুনা-২ (বামনা, বেতাগী ও পাথরঘাটা) আসনে কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনির নাম ঘোষণা করা হয়।
বরগুনায় বিএনপি প্রার্থীদের নাম ঘোষণার পর পরই জেলা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল বের করে। বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনায় কোনো চাঁদাবাজি ও মাদক থাকবে না, দলীয় কোনো কোন্দল থাকবে না। তিনি সকল দুর্নীতি অব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামের ঘোষণা দেন।



