সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমমতামতপাঠকের চিঠিসাইবার বুলিয়িং-এর বাস্তবতা

সাইবার বুলিয়িং-এর বাস্তবতা

সম্পর্কিত সংবাদ

আজকের পৃথিবী হাতে মুঠোয়। এক ক্লিকে বন্ধুত্ব, শিক্ষা, বিনোদন সব কিছুই সম্ভব। কিন্তু এই উন্মুক্ত পৃথিবীর দেয়ালের আড়ালে বেড়ে উঠছে এক অদৃশ্য অন্ধকার সাইবার বুলিং। সোশ্যাল মিডিয়ায় কারও পোশাক, উচ্চারণ, মতামত বা শারীরিক গঠন নিয়ে বিদ্রুপ এখন যেন বিনোদনের উপকরণ। একসময় যা বলার সাহস কেউ সামনাসামনি করত না, আজ তা হয়ে উঠেছে কমেন্ট সেকশনের স্বাভাবিক অংশ। এই অস্বাভাবিক স্বাভাবিকতা কত তরুণ-তরুণীর জীবন নষ্ট করছে, সেটা আমরা ভুলে যাই। কেউ হাসতে হাসতে কাঁদে, কেউ চুপ করে মুছে যায় নীরবে। সাইবার বুলিং কেবল একটা মজা নয় এটা একধরনের মানসিক নির্যাতন। এতে ভেঙে পড়ে আত্মবিশ্বাস, নষ্ট হয় মানসিক ভারসাম্য, অনেক সময় মানুষ নিজেকেই শেষ করে দেয়। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীরা সবচেয়ে বেশি এই সহিংসতার শিকার হচ্ছেন।

সমাধান একদিনে সম্ভব নয়। দরকার পরিবার থেকে শিক্ষা। একইসাথে কঠোর আইন প্রয়োগ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিপোর্ট ব্যবস্থা আরও শক্ত করতে হবে। সবচেয়ে বড় কথা মানবিকতা ফিরিয়ে আনতে হবে ডিজিটাল দুনিয়ায়। আমরা যদি বুঝতে শিখি, মন্তব্য করার আগে একটা শব্দও কারও হৃদয়ে ছুরির মতো বিঁধতে পারে তবে হয়তো অনলাইন পৃথিবীটা একটু কোমল হবে, একটু নিরাপদও।

নুসরাত জাহান

সম্প্রতি

আরও খবর