সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমমতামতপাঠকের চিঠিবৃষ্টিতে অদৃশ্য ড্রেনের প্রাণঘাতী ফাঁদ

বৃষ্টিতে অদৃশ্য ড্রেনের প্রাণঘাতী ফাঁদ

সম্পর্কিত সংবাদ

ঢাকা শহরে বৃষ্টি মানেই যেন নতুন এক বিপদের সূচনা। রাস্তায় পানি জমে, আর সেই পানির নিচে লুকিয়ে থাকে ভাঙা ড্রেন ও ম্যানহোল-যা চোখে দেখা যায় না। এক মুহূর্তে হাঁটার পথ হয়ে ওঠে বিপজ্জনক জলাশয়, আর প্রতিটি পদক্ষেপ যেন অদৃশ্য ফাঁদের দিকে যাত্রা। মিরপুর, বাড্ডা, কলাবাগান, আগারগাঁও, পুরান ঢাকাÑপ্রায় সব এলাকার একই চিত্র। সাম্প্রতিক কয়েক দিনের বর্ষণে দেখা গেছে, কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে আছে, আর সেই পানির নিচে লুকিয়ে আছে খোলা ড্রেনের মুখ। অনেকেই অজান্তেই সেই প্রাণঘাতী ফাঁদে পড়ে আহত হচ্ছেন, কেউ কেউ প্রাণও হারাচ্ছেন।

বাস্তবতা হলো, সিটি করপোরেশন বারবার ড্রেন পরিষ্কারের দাবি করলেও তা প্রায়ই অসম্পূর্ণ থেকে যায়। ভাঙা ঢাকনা মাসের পর মাস পড়ে থাকে, আর কেউ খোঁজ নেয় না। বিশেষজ্ঞদের মতে, ঢাকার জলাবদ্ধতার প্রধান কারণ অপরিকল্পিত নগরায়ণ ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা। প্লাস্টিক, পলিথিন ও নির্মাণ বর্জ্য ড্রেনের মুখ বন্ধ করে দেয়। ফলে পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে রাস্তায় উপচে পড়ে, সৃষ্টি করে জনদুর্ভোগ ও দুর্ঘটনা। ঢাকাবাসীর প্রত্যাশা-সিটি করপোরেশন এবার মুখে নয়, কাজে দেখাক। কারণ উন্নত শহর মানে শুধু উঁচু ভবন নয়; নিরাপদ রাস্তা, টেকসই নিকাশী ব্যবস্থা এবং নাগরিক জীবনের নিশ্চয়তাই প্রকৃত উন্নয়ন। না হলে বৃষ্টি নামলেই ঢাকা হয়ে উঠবে এক অদৃশ্য ফাঁদের শহর, আর নাগরিকেরা হবে তার শিকার।

সায়মা আক্তার

সম্প্রতি

আরও খবর