বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
হোমখবররাজনীতিবরিশাল বিভাগে একমাত্র নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো

বরিশাল বিভাগে একমাত্র নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

সম্পর্কিত সংবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি নলছিটি-২ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হলেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। ইলেন ভুট্রোর নাম ঘোষণায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইলেন ভুট্টো ঝালকাঠি-২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও কর্মী-সমর্থকদের নিয়ে মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন। ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় তার প্রচারণায় স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ দেখা যায়। এদিকে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করা হয়নি। জেলা বিএনপির নেতারা বলছেন, নির্বাচন ঘনিয়ে আসায় দ্রুত প্রার্থী ঘোষণা পরে সকল নেতাকর্মীরা ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে কাজ করে এ আসনটি পুনরুদ্ধার করা হবে।

সম্প্রতি

আরও খবর