মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশবাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে রাজমিস্ত্রীর নিহত ১

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে রাজমিস্ত্রীর নিহত ১

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

সম্পর্কিত সংবাদ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় একটি ভবনের ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে ছাদ থেকে ছিটকে পড়ে আলাউদ্দিন শেখ নামের একজন রাজমিস্ত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জাড়িয়া বারুইডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজমিস্ত্রী আলাউদ্দীন শেখ উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাংগা গ্রামের হালিম শেখের ছেলে। স্থানীয়রা জানান, রাজমিস্ত্রী আলাউদ্দীন শেখ একই গ্রামের মো. শের আলীর বাড়িতে রাজমিস্ত্রী হিসেবে একটি ভবন নির্মাণ করছেন। বৃহস্পতিবার ওই ভবনের ছাদ ঢালাই কাজ কারার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সে জন্য বুধবার সন্ধ্যায় ছাদে ঢালাই কাজের জন্য ভাইব্রেট মেশিন ও অন্যান্য কাজের জন্য বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন। এ সময় ছাদের পাশ থেকে যাওয়া বিদ্যুতের হাই-ভোল্টেজ লাইনের সাথে আলাউদ্দীনের হাতে থাকা তারের সংযোগ লেগে যায়। এতে মুহুর্তেই বৈদ্যুতিক শক লেগে বিকট শব্দে আগুণ ধরে যায় এবং রাজমিস্ত্রী আলাউদ্দীন শেখ ছিটকে ছাদ থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজন জানান। ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে মরদেহ উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।

সম্প্রতি

আরও খবর