মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশআড়াইহাজারে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আড়াইহাজারে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৬হাজার পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের ফেড়িঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার কোতয়ালী থানার ছাওয়ালপুর গ্রামের শুভা মিয়ার ছেলে করিম(৪৮) এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পশ্চিম মাজদাইর এলাকার সালামের স্ত্রী নাজমা(৪৫)। আড়াইহাজার থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা গামী একটি সিএনজি অটোরিক্সা আটক করেন। পরে সিএনজিতে থাকা গ্রেফতারকৃতদের দেহ তল্লাসী করে কসটেপে মোড়ানো ৪টি প্যাকেট থেকে ৬হাজার পিস ইয়াবা জব্দ করে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

সম্প্রতি

আরও খবর